• জুলাই ২৮, ২০২১
  • মৌলভীবাজার
  • 279
কমলগঞ্জে ৩৬ দিন পর মাটিচাপা অবস্থায় মিলল গৃহবধূর লাশ

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিখোঁজের ৩৬ দিন পর বাড়ির আঙিনার মাটি খুঁড়ে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার ২৮ জুলাই বেলা সোয়া একটার দিকে উপজেলার পাত্রখোলা চা–বাগান বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত নিহত গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।

ওই গৃহবধূর নাম সুচিত্রা শব্দকর (৪০)। তিনি পাত্রখোলা চা–বাগান বাজারে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। গৃহবধূর স্বামীর নাম সুবাশ বাউরী।

কমলগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুন সুবাশ বাউরীর স্ত্রী সুচিত্রা শব্দকর নিখোঁজ হন। এ ঘটনায় সুবাশকে জেরা করা হয়। পরে সুবাশ স্বীকার করেন, পারিবারিক কলহের জের ধরে কুড়ালের হাতল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। পরে সবার অজান্তে বাড়ির আঙিনার পাশে লাশ মাটিতে পুঁতে রাখেন।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, নিহত গৃহবধূর স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী অভিযুক্ত সুবাশকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।