• সেপ্টেম্বর ২৭, ২০২১
  • মৌলভীবাজার
  • 220
বড়লেখায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় সোমবার (২৭ সেপ্টেম্বর) পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া দুই শিশু হলো উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের আব্দুল হামিদের ছেলে সিয়াম (২) ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের সামছুল ইসলামের ছেলে মাহের আহমদ (৩)।

হাসপাতাল, স্থানীয় বাসিন্দা ও ওই দুই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তারাদরম গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল হামিদের ঘরের পেছন দিকে একটি পুকুর রয়েছে। সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে তার দুই বছর বয়সী ছেলে সিয়াম ঘরে একা খেলাধুলা করছিল। একপর্যায়ে সকলের অগোচরে সিয়াম পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন তার নিথর দেহ উদ্ধার করে দুপুরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে উপজেলার সুজানগর ইউনিয়নে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় মাহের আহমদ (৩)। পরিবারের লোকজন পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে সকাল আনুমানিক পৌনে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহের আহমদকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, ‘বিষয়টি পুুলিশকে জানিয়েছি। শিশুটির পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হচ্ছে।’

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহিবুর রহমান কামাল বলেন, ‘শিশুটি নানা বাড়িতে পানিতে ডুবে মারা গেছে বলে শোনেছি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হচ্ছে।’

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’