• নভেম্বর ১৯, ২০২১
  • মৌলভীবাজার
  • 258
বড়লেখায় আওয়ামী লীগের ১৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের ১৫ জন নেতাকর্মীকে দল থেকে বহিস্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃতরা হলেন, বর্ণি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামীম আহমদ ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল মুহিত।

দাসেরবাজার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী।

উত্তর শাহবাজপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আতাউর রহমান ও মো. মুমিনুর রহমান টনি।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন।

বড়লেখা সদর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজ উদ্দিন।

তালিমপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা এখলাছুর রহমান ও সদস্য সুনাম উদ্দিন।

দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল জলিল ফুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মানিক ও ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক আশরাফ হোসেন।

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য আজির উদ্দিন।

এব্যাপারে জানতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের মুঠোফানে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।