• মার্চ ২২, ২০২২
  • জাতীয়
  • 215
পাহাড়ে গোলাগুলিতে ৩ প্রাণহানি

নিউজ ডেস্কঃ পার্বত্যাঞ্চলে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর মোদদাছছের হোসেন।

তিনি বলেন, ‘তিনজন মারা গেছেন। তিনটি জায়গার কথা উঠে এসেছে। বান্দরবানের রাজবিলা, রাঙ্গামাটির রাজস্থলীর নোয়াপাড়া ও রাজস্থলীর গাইন্দ্যা এলাকা। সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে। আমরা বিস্তারিত পরে জানাতে পারব।’

প্রাণহানির বিষয়টি এর আগে নিশ্চিত করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ।

তিনি জানান, গোলাগুলিতে প্রাণহানি হয়েছে তা সত্য। তবে কতজন মারা গেছেন কিংবা ঘটনাটি কোথায় তা সঠিক বলা যাচ্ছে না। সীমান্তবর্তী হওয়াতে ঘটনাস্থলে না গেলে বোঝা যাবে না।

রাঙ্গামাটির গাইন্দ্যা ইউনিয়নের চেয়ারম্যান পু চি মং মারমা বলেন, ‘দুই পক্ষের মধ্যে গোলাগুলির শব্দ শুনেছি। পরে জানলাম চারজন প্রাণ হারিয়েছেন, কিন্তু মরদেহ দেখিনি। তাই বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল ইসলাম খান বলেন, ‘গোলাগুলির ঘটনাটি শুনেছি। তবে রাজস্থলীতে কি না জানি না। ঘটনাটি নতুন কেজি পাড়াতে হয়েছে বলে শুনেছি।’