• মার্চ ২৪, ২০২২
  • লিড নিউস
  • 194
সিলেট জেলা বিএনপির কাউন্সিল ২৯ মার্চ

নিউজ ডেস্কঃ গত সোমবার (২১ মার্চ) সিলেট জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা থাকলেও ঠিক আগের দিন কেন্দ্র থে‌কে ‘অনিবার্য’ কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। পরবর্তীতে সৃষ্টি হয় একের পর নাটকীয় পরিস্থিতির।

ভোটার তালিকা নিয়ে কেন্দ্রের অস্বচ্ছতার প্রশ্ন তোলা, ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন, ‘কেন্দ্রের চাপে’ কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী সিলেট সিটি করপোরেশরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা প্রত্যহার এবং নমিনেশন যাচাই-বাছাই করে একেবারে শেষ মুহুর্তে দুই প্রার্থী অবৈধ ঘোষণা করাসহ পরিস্থিতি নানা নাটকীয় মোড় নেয়।

তবে সবকিছু ছাপিয়ে অবশেষে আজ (বৃহস্পতিবার- ২৪ মার্চ) কাউন্সিল ও সম্মেলনের পুনঃতারিখ নির্ধারণ করেছে কেন্দ্র। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগামী ২৯ মার্চ (মঙ্গলবার) জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যারাত সাড়ে ৭টায় নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

তিনি জানান, সম্মেলন ও কাউন্সিলের জায়গা পরিবর্তন হয়নি। অর্থাৎ- সিলেট আলিয়া মাদরাসা মাঠেই হবে তা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে লড়বেন ৯ জন। সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ।

এবারের কাউন্সিলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তবে কেন্দ্রের একরকম চাপে তিনি গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন।