• মে ৮, ২০২২
  • শীর্ষ খবর
  • 216
সিলেট জেলা স্টেডিয়ামে স্কাউট সদস্যের আঘাতে কিশোর আহত

নিউজ ডেস্কঃ সিলেট জেলা স্টেমিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে স্কাউট সদস্যের আঘাতে কিশোর আহত হয়েছেন।

আজ রবিবার (৮ মে) বিকেল সিলেট জেলা স্টেমিয়ামে এ ঘটনা ঘটে।

টুর্নামেন্ট উপলক্ষে ঝমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সিলেট জেলা প্রশাসন। উদ্বোধনের আগে অনুষ্ঠানে রবিবার বেলা আড়াইটার দিকে মঞ্চে গান গাইছিলেন শিল্পীরা। এসময় দর্শকদের মঞ্চের সামনে যাওয়াকে কেন্দ্র করে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকা স্কাউট সদস্যদের বাকবিতন্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে তা রূপ নেয় হাতাহাতিতে। এসময় এক স্কাউট সদস্য স্টেডিয়ামে দর্শক গ্যালারির সামনে থাকা ফুলের টব দিয়ে এক কিশোর দর্শকের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে রক্ত বের হয়। পরে দায়িত্বরত আনসার বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে যখন গান গাইছিলেন এক নারী শিল্পী তখন কিছু দর্শক গানের তালে নাচতে নাচতে গ্যালারি থেকে মঞ্চের দিকে যেতে চাইছিলেন। এতে বাঁধা দেন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকা স্কাউট সদস্যরা। এ নিয়ে দর্শক ও স্কাউটদের মধ্যে এই মারামারির সৃষ্টি হয়।

স্কাউট সদস্যের মারধরে আহত দর্শকের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায় বলে জানা গেছে। তবে আঘাতকারী স্কাউট সদস্যের নাম জানা যায়নি।