• সেপ্টেম্বর ৪, ২০২২
  • জাতীয়
  • 177
সীমান্তে মিয়ানমারের গোলা ছোড়ার ঘটনা উস্কানিমূলক নয়

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সীমান্তে মিয়ানমারের গোলা ছোড়ার ঘটনা কোনো উদ্দেশ্যপ্রণোদিত নয়। এ ঘটনা কোনো ধরনের উস্কানিমূলকও নয়।

রোববার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন জানান, মিয়ানমার সীমান্তে গোলা ছোড়ার যে ঘটনা ঘটেছে, সেটা কোনো উদ্দেশ্যপ্রণোদিত নয়। সেজন্য আমরা আজ তাদের দূতকে তলবও করেছি।

তিনি জানান, সীমান্তের এই ঘটনা রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো বাধাগ্রস্ত হবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

প্রসঙ্গত, বাংলাদেশের সীমান্তে গোলা ছোড়ার ঘটনায় রোববার মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করা হয়।