• জানুয়ারি ২৮, ২০২৪
  • লিড নিউস
  • 70
দিরাইয়ের যোগাযোগ ব্যবস্থা দেখে হতাশ : সালমান এফ রহমান

সুনামগঞ্জ প্রতিদিনঃ দিরাই উপজেলার রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

রবিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই নগদিপুরে এক নাগরিক সংবর্ধনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে দিরাই উপজেলাসহ অনুন্নত হাওরের রাস্তাঘাট নিয়ে সালমান এফ রহমান বলেন, দিরাইয়ে এসে রাস্তাঘাটের কথা শুনে আমি অবাক হয়েছি। আমরা যেখানেই যাই কেউ এসে রাস্তাঘাটের কথা বলে না। মানুষ এসে বলে স্কুল,কলেজ, ইউনিভার্সিটি, অর্থনৈতিক বিশেষ জোন স্থাপনের দাবি আমরা পাই। রাস্তাঘাটতো সব এলাকায় হয়েগেছে। এখানে জেলা প্রশাসকের কাছ থেকে রাস্তাঘাট সম্পর্কে জেনেছি।

তিনি বলেছেন, এসব এলাকার রাস্তাঘাট এখনো অনুন্নত রয়েছে। এখানে প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেন ছিলেন। এখন তাঁর স্ত্রী জয়া সেন সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। রাস্তাঘাট খারাপ থাকার এটিও কারণ হতে পারে।

তিনি বলেন, হাওরের উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ প্রকল্প গ্রহণ করেছেন। হাওরের রাস্তাঘাট হয়ে যাবে। আমি ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রীকে বলবো। আশা করি তিনি হাওরের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

জাতীয় নির্বাচন সম্পর্কে সালমান এফ রহমান বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়েছে। তাই রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়েছেন। যারা বলেছিল তফসিলের পরে নির্বাচন হবে। নির্বাচন হলে সরকার বেশিদিন ঠিকবেনা। এসব কথা গুজব। এখন আমাদের সরকার চলে এসেছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচলনা হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশের অর্থনীতির প্রবৃদ্ধি এগিয়ে নিয়ে যাওয়া হবে।

রমজানে দ্রব্যমূল্য দায়িত্ব নেয়া সম্পর্কে সাংবাদিককের প্রশ্নের জবাবে তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে। অর্থনৈতিক কোনো সংকট দেখা দিবে না।

এসময় বিশেষ বক্তব্য রাখেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য একে আব্দুল মোমেন, সংসদ সদস্য হাবিবুর রহমান, ফেরদৌস আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- বৃটিশমন্ত্রী পল স্টুয়ার্ট স্কুলি, বৃটিশ এমপি নীল এলান জন কলি, এন্ডু হাওয়ার্ড ওয়েস্টার্ন, বীরেন্দ্র কুমার শর্মা, ডোমেনিক হেনরী, জিও মফিড, ইভেলিনা রুডাসলা ভবা, এনিয়া লিয়েভা, জিল্লুর রহমান এমবি, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।