গোয়াইনঘাট প্রতিনিধিঃ মেছো বাঘের ছানাটি বসা ছিল মরিচখেতের মাঝখানে। ‘বাঘ, বাঘ…’ বলে সেটিকে ধাওয়া দেন গ্রামের লোকজন। ধাওয়ার মুখে খেতের এক পাশে পাতা জালে ধরা পড়ে ছানাটি। এ সময় একজনকে কামড়ও দেয় সেটি। লোকজন তখন ছানাটিকে মারতে উদ্যত হন। খবর পেয়ে ইউএনও লোক পাঠিয়ে মেছো বাঘটিকে অক্ষত রাখার নির্দেশ দেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার কাকুনাইখাই খলা […]
গোয়াইনঘাটে মরিচখেতে বসে ছিল মেছো বাঘের ছানা
