• অক্টোবর ২৪, ২০২০
  • লিড নিউস
  • 415
রায়হান হত্যার মামলার মূল আসামি শনাক্ত, শিগগিরই ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ ‘সিলেটের রায়হান হত্যা মামলার মূল আসামিকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে প্রচেষ্টা অব্যাহত আছে। খুব শিগগিরই তাকে আমরা ধরে ফেলব বলে আশাবাদী। অপরাধ করে কেউ পার পাচ্ছেন না। পুলিশও কোনো অপরাধ করে ছাড় পাবে না।’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কথা গুলো বলেছেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মন্ত্রী টাঙ্গাইল-৩ আসনের সাবেক সাংসদ মতিউর রহমানের কবর জিয়ারত করতে ঘাটাইল যাওয়ার পথে টাঙ্গাইল সার্কিট হাউসে যাত্রাবিরতি দেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান আরও বলেন, জনগণকে নিয়েই পুলিশ। পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে। সবকিছুতেই পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু করোনা নয়, যেকোনো জাতীয় দুর্যোগে পুলিশ সামনে এসে দাঁড়ায়। করোনার সময় যখন মৃত ব্যক্তির মরদেহ পরিবারের লোকজন নিতে চাইতেন না, এমনকি ফেলে রেখে যেতেন, তখন পুলিশ তাদের দাফন-কাফনের ব্যবস্থা করেছে। মন্ত্রী বলেন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে পুলিশ সজাগ রয়েছে। সে জন্যই কোনো অপরাধী অপরাধ করে পার পাচ্ছেন না।

নৈরাজ্য সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ সদস্যরা যেখানেই অন্যায় করেছেন, যারাই শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাদের আইনের মুখোমুখি করা হয়েছে এবং তারা শাস্তিরও মুখোমুখি হয়েছেন।

মন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করতে যা যা প্রয়োজন, তা করতে প্রধানমন্ত্রী কাজ করছেন। খুব শিগগরি পুলিশ বাহিনীতে বৃহৎ আকারে হেলিকপ্টার যুক্ত করা হবে। এই করোনার সময় বাংলাদেশের সব হাসপাতালের অবস্থা নাজুক হয়ে গিয়েছিল, ঠিক তখন পুলিশ হাসপাতাল সেবা দিয়ে তাদের অবস্থান ধরে রেখেছে। পুলিশ হাসপাতাল মানুষের কাছে আস্থার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের প্রশিক্ষণের ক্ষেত্রেও আমরা সমানতালে এগিয়ে যাচ্ছি। আমাদের নতুন নতুন ইউনিট, যেমন পিবিআই খুব ভালো কাজ করছে। পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছে। পুলিশের আরও জনবল, দক্ষতা, সক্ষমতা বৃদ্ধি জন্য যা যা প্রয়োজন, প্রধানমন্ত্রী সেগুলো করে যাচ্ছেন।’

এ সময় উপস্থিত ছিলেন সাংসদ ছানোয়ার হোসেন, হাসান ইমাম খান, আতাউর রহমান খান, তানভীর হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র জামিলুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল প্রমুখ।