• ডিসেম্বর ১৮, ২০২০
  • শীর্ষ খবর
  • 279
নতুন কোচ পেলো সিলেট রুটের উপবন-জয়ন্তিকা

নিউজ ডেস্কঃ লাল-সবুজের নতন কোচ পেলো সিলেট-ঢাকা-সিলেট রুটে চলাচলকারী আন্ত:নগর উপবন-জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন।

আজ শুক্রবার দুপুরে কমলাপুর রেল স্টেশনে নতুন কোচগুলোর উদ্বোধন করেন রেলওয়ের পূর্বাঞ্চলের ডিজি শামসুজ্জামান।

রেলওয়ে সূত্রে জানা যায়, পুরনো কোচ বদলে আজ থেকে লাল সবুজের নতুন কোচ দিয়ে চলবে চলবে জয়ন্তিকা-উপবন এক্সপ্রেস।

সিলেট রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান জানান, উপবন-জয়ন্তিকা ট্রেন নতুন ১৪ টি লাল-সবুজ নতুন কোচ দ্বারা পরিচালিত হবে। এতে এসি কেবিন কোচ ১ টি, এসি চেয়ার কোচ ২টি, শোভন চেয়ার কোচ ৭টি, পাওয়ার কার ও খাবার গাড়ি ২ টি ও গার্ড ব্রেক রয়েছে ২টি।

উপবন ট্রেনটিতে মোট আসন থাকবে ৬৩৮টি। এরমধ্যে এসি সিট ১৮টি, এসি চেয়ার ( স্নিগ্ধা) ১১০ টি ও শোভন চেয়ার সিট থাকবে ৫১০ টি।

অপরদিকে জয়ন্তিকা ট্রেনে মোট আসন সংখ্যা রয়েছে ৬৫৩ টি। এরমধ্যে এসি সিট ৩৩ টি, এসি চেয়ার( স্নিগ্ধা) ১১০ টি ও শোভন চেয়ার সিট ৫১০ টি।

উপবন-জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে নতুন লাল-সবুজের ইন্দোনেশিয়ান কোচ সংযোজনের মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের একটি দাবী পুরণ হলো।