• মার্চ ২৬, ২০২১
  • লিড নিউস
  • 209
সিলেটে নতুন করে আরও ৭৫জন করোনায় আক্রান্ত, হাসপাতালে ৪৯

নিউজ ডেস্কঃ সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত। সিলেট বিভাগে নতুন করে ৭৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট ও মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়ে ৪৯জন চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮৩ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৬জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৯৮জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১১জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৩০জন।

শুক্রবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।

সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৭৫জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজে ৪জন, সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৫২জন, হবিগঞ্জে ১০জন, সুনামগঞ্জে ৩জন, মৌলভীবাজারে আরও ৬জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৬জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৪৫৬জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৭৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৬জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।