• এপ্রিল ১, ২০২১
  • লিড নিউস
  • 219
সিলেটে করোনায় আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১০০

নিউজ ডেস্কঃ সিলেটে বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরু ৫ জন মৃত্যুবরন করেছেন।বিভাগে নতুন করে ১০০জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৬জন। মৃতদের মধ্যে সিলেটের ৪জন ও হবিগঞ্জের ১জন।

করোনায় আক্রান্তের পাশপাশি হাসপাতালে ভর্তি হওয়া রোগীও বৃদ্ধি পাচ্ছে। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯০ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪৯১জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১৮১ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৫জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৪৯জন। বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।

সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১০০জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজে ১৫জন, সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৭৯জন, হবিগঞ্জে ৬জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৭ হাজার হাজার ৪৯১জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৮০২জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪জন, হবিগঞ্জে ২ হাজার ৫৬জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।