• ডিসেম্বর ২২, ২০২১
  • লিড নিউস
  • 373
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলি, টিয়ারগ্যাস নিক্ষেপ

হবিগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে হবিগঞ্জে সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ব্যাপক গুলিবর্ষণ করে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর) বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।

বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জেলা শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির কার্যলয়ের সামনে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও সমাবেশে অংশ নেন।

রাস্তার পয়েন্টে সমাবেশ করায় এতে বাঁধা দেয় পুলিশ। এক পর্যায়ে বেলা দেড়টার দিকে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীরা। এ সময় পুলিশ ব্যাপক গুলিবর্ষণ করে।

এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ চলে। এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলে পিছু হটে বিএনপি নেতাকর্মীরা। কিছুক্ষণ পরে আবারও পুলিশের উপর হামলা চালায় তারা। পরে আরেক দফা গুলোগুলি চলে।

বেলা আড়াইটার দিকে বিএনপি নেতাকর্মীরা রাস্তা ছেড়ে চলে যায়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা রাস্তায় সমাবেশ করতে চেয়েছে। যে কারণে আমরা তাদেরকে বাঁধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে শত শত নেতাকর্মী পুলিশরে উপর হামলা চালান।’