• জানুয়ারি ১৮, ২০২২
  • শিক্ষাঙ্গন
  • 348
শিক্ষার্থীদের সাথে কথা বলতে শাবিতে আওয়ামী লীগ নেতারা

নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে ক্যাম্পাসে গেছেন আওয়ামী লীগের নেতারা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

নেতাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিসিকের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ প্রমুখ।

আওয়ামী লীগ নেতারা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তাঁরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালানোর আহবান জানান।

আওয়ামী লীগ নেতারা বলেন, সবাই শিক্ষার্থীদের সাথে আছেন। শিক্ষার্থীদের দাবি মেনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নির্দেশে ক্যাম্পাস থেকে পুলিশকে সরিয়ে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রতি সরকার আন্তরিক।

এসময় শিক্ষার্থীরা শাবির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন। একইসাথে ‘দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায়’ প্রক্টর ও ছাত্রকল্যাণ উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা।