• জুন ১৮, ২০২২
  • লিড নিউস
  • 304
চালু হচ্ছে সিলেট নগরীর বিদ্যুৎ সরবরাহ

নিউজ ডেস্কঃ সিলেট নগরীতে ধীরে ধীরে নগরীর উচু এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু করা হচ্ছে।

শনিবার (১৮ জনু) বিকেল সাড়ে ৫টা থেকে নগরীর কয়েকটি এলাকায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে আপাতত নগরীর উচু এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানা গেছে।

এর আগে শুক্রবার সকাল থেকে কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে পানি ঢুকা শুরু হয়। খবর পেয়ে ওইদিন সকালে ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) কর্মকর্তা ও প্রকৌশলীদের সাথে কথা বলে বিদ্যুৎকেন্দ্রের চারদিকে বাঁধ দিয়ে সেচ দিয়ে পানি কমানোর উদ্যোগ নেন। এরপর এই কাজে যুক্ত হন সেনাবাহিনীর সদস্যরা।

প্রাণান্তকর চেষ্টার পরও সচল রাখা যায়নি সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র। ভারিবর্ষনের ফলে পানি ঢুকে পড়ায় বন্ধ করে দিতে হয় বিদ্যুৎ উপকেন্দ্রটি। ফলে ন্যাশনাল গ্রিড লাইন থেকে সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। শনিবার দুপুর সোয়া ১২টা থেকে পুরো সিলেট জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।