• জুলাই ২২, ২০২৩
  • শীর্ষ খবর
  • 298
হবিগঞ্জে চা শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধিঃ বকেয়া মজুরি, বোনাস, উৎসব ভাতা, ভবিষ্যৎ তহবিলের বকেয়া টাকা, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন চা শ্রমিকরা।

জেলার নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী বাগানের চা শ্রমিকরা শনিবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানে কাজ করেন প্রায় ৩৬০ চা শ্রমিক। তারাই এ বিক্ষোভ শুরু করেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ওই সময় মহাসড়কের অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।